হেয়ার রিমুভাল মেশিন কি?
হেয়ার রিমুভাল মেশিন হল স্থায়ীভাবে চুল অপসারণ পদ্ধতি যা চুলের ফলিকলকে পুরোপুরি ধ্বংস করে। এই মেশিনটিতে শরীরের অবাঞ্ছিত লোম অপসারণের জন্য আলোর একটি উচ্চ বিম ব্যবহার করা হয়েছে। চুলের ফলিকলে উপস্থিত পিগমেন্ট (মেলানিন) লেজারের আলো শোষণ করে এবং অবাঞ্ছিত চুলের বৃদ্ধিতে বাধা দেয়। লেজা্র মেশিনটি চুলের বৃদ্ধিকে ব্যাহত করে। এর ফলে চুল স্থায়ীভাবে উঠে যায়।
(লেজার মেশিনে চুল অপসারণ সব ধরনের ত্বকের জন্য কার্যকর)
লেজার হেয়ার রিমুভার মেশিনটির ব্যবহার বিধিঃ
শরীরের যে কোন স্থানের অবাঞ্ছিত লোম স্থায়ীভাবে অপসারণের জন্য মেশিনটি ব্যবহারে ৩ টি ধাপ নিচে দেয়া হলোঃ
১ম ধাপঃ ডিভাইসটি ব্যবহার পূর্বে উক্ত স্থানের লোম রেজর এর মাধমে কেটে পরিষ্কার করে জায়গাটি শুকিয়ে নিতে হবে, তারপর প্রথম মাসে প্রতি সপ্তাহে ৩ বার ব্যবহার করতে হবে।
২য় ধাপঃ পরবর্তি মাসে প্রতি সপ্তাহে ২ বার করে ব্যবহার করতে হবে।
৩য় ধাপঃ শেষের মাসে মেশিনটি প্রতি সপ্তাহে ১ বার করে ব্যবহার করতে হবে।
Humby skin knife ( Humby Handle ) 






Shahinul islam –
This product is cool and smooth to use.it is so easy to carry with me anywhere i go. The built quality of this goods is very high and looks expensive As well. Thanks for your goods
Shahinul islam –
Admin –
Thanks
Admin –